বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০০:০০

দেশকে এগিয়ে নিতে আগামী নির্বাচনে লাঙ্গল মার্কার প্রার্থীদের বিজয়ী করুন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের কৃতী সন্তান ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর আর রশীদ বলেছেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থীদের বিজয়ী করে জাতীয় পার্টিকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এজন্যে এখন থেকে দলের সকল স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি চাঁদপুর জেলাবাসীকে আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে দেশে যে অন্ধকার দেখা যাচ্ছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্যে একমাত্র ভরসা জাতীয় পার্টি। বিগত দিনের ন্যায় দেশ ও জাতির কল্যাণে যেভাবে জাতীয় পার্টি জনগণের পাশে ছিলো, আগামীতেও থাকবে।

হারুন আর রশিদ গতকাল চাঁদপুর জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে তার ষোলঘরস্থ কার্যালয়ে আয়োজিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আবুল কালাম আজাদ টুলু, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, চাঁদপুর পৌর জাতীয় পার্টির সদস্য সচিব ফেরদৌস খান, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, জেলা জাতীয় পার্টির যুব বিষয় সম্পাদক হান্নান ঢালী, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক শরীফ হোসেন পাটোয়ারী, সদস্য সচিব অ্যাডঃ আরিফ হোসেন, সাইবার পার্টি নেতা মাইনুল ইসলাম, মৈশাদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি পলাশ খান প্রমুখ নেতৃবৃন্দ।

এর আগে চাঁদপুরের কৃতী সন্তান ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ হারুনুর আর রশিদ চাঁদপুর এসে পৌঁছালে চাঁদপুর জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়