বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০০:০০

কচুয়া পৌরসভায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
মেহেদী হাসান ॥

কচুয়া পৌরসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কচুয়া পৌরসভার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাজমুল আলম স্বপন।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে ও কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম জাহাঙ্গীর আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, কোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ হোসেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কচুয়া উপজেলার সভাপতি ওমর খৈয়াম বাগদাদী রুমি প্রমুখ ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক দলে করইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। অপরদিকে বালিকা দলে কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়