প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০০:০০
লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকেলে প্রফেসরপাড়া সংলগ্ন বিনোদিয়া ফ্যামিলি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতারোধে গাছপালা রোপণ অপরিহার্য। সারা পৃথিবীতে জলবায়ুর পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়। উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের কারণে পৃথিবীতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, বিশেষ করে বাংলাদেশের গাছপালা বনজ সম্পদের পরিমাণ কমে যাওয়ার কারণে খরা, বন্যা এবং নদী ভাঙ্গনসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। গাছপালা রোপণ করে কিছুটা হলেও বৈশ্বিক উষ্ণতা কমানো সম্ভব। লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালী সারাদেশের ন্যায় চাঁদপুরে ৫০০০ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে এটা একটা প্রশংসার দাবিদার।
লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সভাপতি লায়ন খোরশেদ আলম বাবুলের সভাপ্রধানে উপস্থিত ছিলেন বর্তমান কমিটির ট্রেজারার লায়ন সাখাওয়াত হোসেন খান, সাবেক সভাপতি লায়ন মফিজুল ইসলাম সেলিম, আইপিপি লায়ন কিশোর সিংহ রায়, ক্লাব সদস্য লায়ন পারভেজ খান, লায়ন শেখ রফিকুল ইসলাম, অতিথি ডাঃ আসিফ ইকবাল, লিউ ক্লাব অব চাঁদপুর রূপালীর সভাপতি লিও ইমরান ইমরান, লিও সোয়ানসহ ক্লাবের সদস্যসহ অতিথিবৃন্দ।