প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুরের সভানেত্রী ডাঃ আফসানা শর্মীকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে ১৬ জুলাই রোববার রাতে জেলা প্রশাসকের বাসভবনে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, চাঁদপুরের সদস্যদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথিগণ। সকল বক্তার বক্তব্যে বিদায়ী অতিথিগণের সফল কর্মময় জীবন ফুটে উঠে। কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলি সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। বক্তারা বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী অতিথিগণকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, এনএসআই কর্মকর্তা শাহ আরমান আহমেদসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।