প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০
হাজীগঞ্জের বাকিলা বাজারে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। বাকিলা বাজারস্থ ফকির বাজার সড়কের উত্তরা সুপার মার্কেটের ২য় তলায় উক্ত আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প পরিচালক (নৃ-গোষ্ঠী) ও বাকিলা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. অসীম কুমার দাস।
আউটলেটের স্বত্বাধিকারী শরীফ সর্দারের সভাপ্রধানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রধান মোঃ নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, সাবেক চেয়ারম্যাান ও বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক অমল ধর, সাবেক সাধারণ সম্পাদক ও বোরখাল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হাবিবুর রহমান লিটন, ব্র্যাক ব্যাংক হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ ফারুক আহমেদ, রিজিওনাল কো-অর্ডিনেটর কামরুল হাসান ও টিম লিডার আলাউদ্দিন খন্দকার।
ইউপি সদস্য আবুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীল, এজেন্ট ব্যাকিং রিলেশনশিপ অফিসার শরীফ হোসেন, এজেন্ট ব্যাংকিং ফিল্ড অফিসার মোঃ আবদুর রহমান, এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাকিলা বাজারের ব্যবসায়ীবৃন্দ।