প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০
![শাহতলী কামিল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা](/assets/news_photos/2023/07/17/image-35495.jpg)
চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদ্রাসার আয়োজনে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ জুলাই রোববার দুপুর ১২টায় মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বলেন, এ মাদ্রাসা শত বছরের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে শিক্ষার মান অনেক ভালো, তা আপনাদের ধরে রাখতে হবে। যে সকল শিক্ষার্থী মাদ্রাসায় আসে না, তাদেরকে মাদ্রাসামুখী করতে হবে। মাদ্রাসা ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মাদ্রাসার যেসব মেধাবী ছাত্র-ছাত্রী আর্থিক কারণে লেখাপড়া করতে পারেবে না, তাদের আমি সহযোগিতা করবো। ক্যাম্পাস এলাকায় সুরক্ষা করতে হবে। বহিরাগত কাউকে অনুমতি ছাড়া ঢুকতে দেয়া যাবে না। শিক্ষক-কর্মচারীদের দায়িত্ব এখানে বেশি। শিক্ষকদের আগমন-প্রস্থান নিশ্চিত করতে হবে। শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে।
মতবিনিময় সভায় অংশ নেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, মাদ্রাসার ২য় মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্লাহ, প্রভাষক মোহাম্মদুল্লা, প্রভাষক মোঃ বেলায়েত হোসেন মিজি, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, মাওলানা আনিছুর রহমান, মোঃ হাবিবুর রহমান, আহসান উল্লাহ, ইবতেদায়ী প্রধান শরীফ মোঃ মোস্তফা খান, মাওলানা আব্দুল হালিম গাজী, ইবতেদায়ী শিক্ষক আহসান হাবীব, শরীর চর্চা শিক্ষক শরীফ হাওলাদার, হিসাব রক্ষক মোঃ শরীফুর রহমান খান, অফিস সহকারী মোঃ রিয়াদ মিজি ও অফিস সহকারী মোঃ শরীফ খান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।