প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুর পৌর যুবদলের সাবেক সভাপতি হানিফ গাজীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আছর চাঁদপুর শহরের লঞ্চঘাটস্থ চাঁদপুর রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মসজিদে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মোঃ হযরত আলী মালের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওঃ মোঃ মাহবুবুর রহমান। এতে অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন সেলিম, চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর বিএনপির সহ-সভাপতি মোস্তফা বন্দুকসী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম সেকুল, জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শামছুল আলম সূর্য, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, বিএনপি নেতা হিরণ হাওলাদার, হারুন ছৈয়াল, শিবির ছৈয়াল, কাশেম মিজি, জাহাঙ্গীর বেপারী, এনামুল হক রিপনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।