বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০০:০০

দৃশ্যমান স্মার্ট ফরিদগঞ্জ গড়ে তুলতে আমি কাজ করবো
প্রবীর চক্রবর্তী ॥

জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা এবং চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ সাজ্জাদ রশিদ সুমন বলেছেন, আমার জন্যে আপনারা পাঁচ মাস কাজ করেন, আমি আপনাদের জন্যে পাঁচ বছর কাজ করবো। আপনাদের প্রতি আহ্বান, শুধু মুখে নয়, যে কথা দিয়ে কথা রাখতে পারবে আপনারা তার পাশে থাকেন। দলমত নির্বিশেষে আপনারা আমাদের পাশে থাকলে আমি আপনাদের স্বপ্নপূরণে কাজ করবো। আগামী দিনের স্মার্ট ফরিদগঞ্জ উপজেলা নিয়ে আমার বিশেষ পরিকল্পনা আছে। আপনারা আলোর পথে আসেন, সঠিক মানুষটিকে টেনে নিন। আমি সুযোগ পেলে বাংলাদেশের তিনশ’ নির্বাচনী আসনের মধ্যে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন হবে রোল মডেল। আপনাদের পরিবারের ভালো চাইলে তথা পুরো ফরিদগঞ্জের ভালো চাইলে আমি আপনাদের কাছে এসেছি, আপনারা আমাকে কাছে টেনে নিন। আমি ফরিদগঞ্জের স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী উন্নয়নে কাজ করবো। শুধুমাত্র নামে নয় দৃশ্যমান স্মার্ট ফরিদগঞ্জ গড়ে তোলার জন্যে আমি কাজ করবো। কেননা জাতীয় পার্টি এদেশের মানুষের জন্যে কাজ করে। সাবেক প্রেসিডেন্ট আমাদের দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ এ দেশের মানুষের জন্যে কাজ করে গেছেন। ফলে আজো মানুষ তার কথা স্মরণ করে।

শনিবার ১৫ জুলাই ফরিদগঞ্জে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ফরিদগঞ্জ ওয়াপদা চত্বরে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হারুনুর রশিদ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের সদস্য সচিব শিবলু সবুজ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ শেখ, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বাবলু শেখ। কর্মী সভা শুরুর আগে ফরিদগঞ্জ বাজারের প্রধান সড়কে বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়