প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০০:০০
আজ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী মৃধার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৭ সালের ১৬ জুলাই মৃত্যুবরণ করেন। তিনি ১৯৬৭ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন। তিনি ৩৮ বছর ৪ মাস বাংলাদেশ পুলিশ বাহিনীতে অত্যন্ত সুনামের সাথে চাকুরি করে ২০০৫ সালের জুন মাসে অবসরে যান। তিনি অত্যন্ত সজ্জন, সদালাপী, বিনয়ী ও মিশুক প্রকৃতির মানুষ ছিলেন। তিনি চাকরি জীবনে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পুলিশ প্রটোকলেরও দায়িত্ব পালন করেন।
তাঁর বড় ছেলে আবদুল্লাহ আল মামুন বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এসএমসির ম্যানেজার হিসেবে কুষ্টিয়ায় কর্মরত। তাঁর কনিষ্ঠ পুত্র হুমায়ুন কবির বাংলাদেশ সেনাবাহিনীতে জাতিসংঘ মিশন কুয়েত সেনাবাহিনীতে কর্মরত আছেন। তাঁর এই দু সন্তানসহ পুরো পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্যে দোয়া চাওয়া হয়েছে।