প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুলাল মিয়াজী মারা গেছেন (ইন্নালিল্লাহি---রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। মরহুমের পারিবারিক সূত্রে ও মরহুমের ছেলে কাঠ পেন্সিল ব্লাড যুব সমাজকল্যাণ সংস্থার পরিচালক রোঃ নজরুল ইসলাম নিলয় জানান, শনিবার ভোর ৫টায় তার বাবা তাদের নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শনিবার বাদ মাগরিব জাফরাবাদ এমদাদিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, স্ত্রী, মেয়ে, নাতি-নাতনি ও শুভাকাক্সক্ষীসহ আত্মীয়-স্বজন রেখে যান। তিনি পরপর তিনবার ইউপি মেম্বার নির্বাচিত হন। এরপর দীর্ঘ ৯ বছর ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজায় স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন দলের জনপ্রতিনিধিরা অংশ নেয়।