বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০০:০০

চাঁদপুরে ঢাবিয়ান-এর ফ্যামিলি ডে
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলায় কর্মরত, বসবাসরত ও জন্মসূত্রে চাঁদপুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফোরাম ‘চাঁদপুরে ঢাবিয়ান’ কর্তৃক ফ্যামিলি ডে-২০২৩ গতকাল ১৫ জুলাই শনিবার চাঁদপুর শহরতলীর ফাইভ স্টার পার্কে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান ও সদস্য সচিব গোলাম গাউস রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এছাড়া আরো উপস্থিত ছিলেন সরকারি কর্ম-কমিশনের সদস্য ও সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা, সাবেক মিনিস্টার ও কনসাল জেনারেল, চীন আমিনুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল ও যমুনা গ্রুপের ডিরেক্টর মোঃ শামসুল হক শামীম। সাবেক শিক্ষার্থীদের এ মিলনমেলায় প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, প্রফেসর বিলকিস আজিজ, অ্যাডঃ জহিরুল ইসলাম, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন প্রমুখ।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি চাঁদপুরে ঢাবিয়ান এর সুন্দর আয়োজনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে চাঁদপুর জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। গল্প, আড্ডা, গানে ও প্রিয় ক্যাম্পাসের স্মৃতিচারণে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ। সিনিয়র জুনিয়রদের এ মিলনমেলায় কিছু সময়ের জন্য মনে হয়েছে এক খণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ও চাঁদপুরে টিএসসির চিরচেনা আড্ডা। ‘চাঁদপুরে ঢাবিয়ান’ ফোরামের আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস সামি, অর্থ সম্পাদক ইউসুফ আলী খান, প্রচার সম্পাদক মাসুদ পারভেজসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়