বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ প্রেসক্লাবের নূতন কমিটির প্রথম সভা
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ প্রেসক্লাবের নূতন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শনিবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান, নূরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন, প্রবীর চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি এম.কে. মানিক পাঠান, সহ-সভাপতি মশিউর রহমান, একেএম সালাহউদ্দিন, আমান উল্যা আমান, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ রবিদাস, এসএম ইকবাল, অর্থ সম্পাদক আক্তার হোসাইন, সহ-অর্থ সম্পাদক রুহুল আমিন খান স্বপন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন ফারুক, ক্রীড়া সম্পাদক আলী হায়দার পাঠান টিপু, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, তথ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বারাকাত উল্লাহ পাটওয়ারী, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, পাঠাগার সম্পাদক মোহাম্মদ মাছুম আলম তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য বিল্লাহ হোসেন সাগর, এমরান হোসেন লিটন, শরীফ আহমেদ, জাকির হোসেন সৈকত, এনামুল হক খোকন ও আবু তালেব সর্দার।

সভায় প্রেসক্লাবের আগামীদিনের কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা ও সংগঠনের অভিষেক অনুষ্ঠানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের জন্যে কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিলকে সমৃদ্ধ করার জন্যে তাৎক্ষণিক সভাপতি মামুনুর রশীদ পাঠান ২৫ হাজার টাকা, সাবেক সভাপতি নূরুন্নবী নোমান ১০ হাজার টাকা ও সহ-সভাপতি মশিউর রহমান ৫ হাজার টাকা প্রদান করেন।

সভাশেষে সংগঠনের অসুস্থ সদস্য এবং প্রয়াত সদস্যদের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সাবেক সভাপতি নূরুন্নবী নোমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়