প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০০:০০
![সাংবাদিক হাবিব খানের সহধর্মিণীর আজ ২য় মৃত্যুবার্ষিকী](/assets/news_photos/2023/07/14/image-35386.jpg)
দৈনিক আজকের দেশকণ্ঠের যুগ্ম সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সাংবাদিক মোঃ হাবিবুর রহমান খানের সহধর্মিণীর আজ ১৪ জুলাই শুক্রবার ২য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বাদ জুমা পীর বাদশা মিয়া রোডস্থ মমিনপাড়া জামে নূর মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়ায় সকল ধর্মপ্রাণ মুসল্লি ও আত্মীয়-স্বজনদের অংশগ্রহণের জন্যে মরহুমার স্বামী সাংবাদিক হাবিব খান সবিনয় অনুরাধ করেছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ঢাকাস্থ রাসমনো স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক হাবিব খানের সহধর্মিণী নূরজাহান মনি ইন্তেকাল করেন।