প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০০:০০
![নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে ফরিদগঞ্জে দোয়া ও আলোচনা সভা](/assets/news_photos/2023/07/14/image-35383.jpg)
দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে স্বজন সমাবেশের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় স্বজন সমাবেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাজী কামরুল হাসান সাউদের সভাপতিত্বে ও যুগান্তর প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর পরিচালনায় মরহুমের বিষয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এম কে মানিক পাঠান এবং পত্রিকার এজেন্ট মাওঃ তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাকিল মুসফিক, আইসিটি সম্পাদক গাজী মমিন, সহ-অর্থ সম্পাদক রুহুল আমিন স্বপন, সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, সদস্য আঃ কাদির, জাকির হোসেন, শামিম হাসান প্রমুখ।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল শুধু দেশের জন্যে যুদ্ধ করেন নি। যুদ্ধের পর দেশ পুনর্গঠনে একের পর এক শিল্প কারখানা গড়ে তুলে দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে আসতে সহযোগিতা করেন। দেশে ঋণ খেলাপির তালিকা দীর্ঘ হতে চললেও তিনি ছিলেন ব্যতিক্রম। তিনি কখনই ঋণ খেলাপি হননি। যুগান্তর ও যমুনা টিভির মতো মিডিয়া প্রতিষ্ঠা করে এদেশের মানুষের পক্ষে কথা বলার জন্য মুখপত্র দাঁড় করিয়েছেন। সর্বোপরি ৪০টিরও বেশি শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে এদেশের লক্ষ লক্ষ মানুষের মুখে দুই বেলা দুই মুঠো খাবার তুলে দেয়ার ব্যবস্থা করেছেন। তিনি তাঁর কর্মেই বেঁেচ থাকবেন হাজারো বছর।
আলোচনা শেষে পত্রিকার এজেন্ট মাওঃ তাজুল ইসলাম মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।