প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০০:০০
গত বুধবার দুপুরে চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলমের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ ফরিদগঞ্জে প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মামুনুর রশীদ পাঠানসহ অন্য নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দুই প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ সমসাময়িক বিষয়, সাংবাদিককতার অতীত ও বর্তমান নিয়ে আলোচনা করেন। সর্বশেষ ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ মামুনুর রশীদ পাঠানের আয়োজনে মধ্যাহ্ন ভোজ ও চায়ের আড্ডা অনুষ্ঠিত হয়।
মধ্যাহ্ন ভোজে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, দুবাই প্রবাসী ব্যবসায়ী সোহরাব হোসেন মানিক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান, সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির পাঠান, যুগ্ম সম্পাদক নারায়ণ রবি দাস, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি বিএম ইসমাইল, সদস্য তাজুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।