প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুরে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপি আয়োজিত এই সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ বেপারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইউছুফ পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি নাছির পাটওয়ারী, সহ-সভাপতি বিল্লাল কোম্পানী, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক এএমএম টুটুল পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, স্বেচ্ছাসেবক দল নেতা মজিবুর রহমান, উপজেলা যুবদলের নেতা ফজলুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিটন, কৃষক দলের সাবেক সভাপতি মাওঃ ইদ্রিস, উপজেলা ছাত্রদল নেতা মনির হোসেন, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া এবং সৌদি আরবের রিয়াদ মহানগর বিএনপির সভাপতি শরীফ খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিথুবা পশ্চিম ইউনিয়নের বিএনপির নেতা নাছির পাটওয়ারী, বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি লিটন, পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নান্নু, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির মানিক ডাক্তার, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির খান, গুলিবিদ্ধ ছাত্রনেতা তারেক, সবেক ছাত্রনেতা সাহাবুদ্দিন, উপজেলা যুবদল নেতা পেয়ার আহম্মেদ, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা পিন্টু কাজী, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ হান্নান, বিএনপি নেতা সোহেল মাস্টার, থানা ছাত্রদল নেতা মহিউদ্দিন, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন প্রমুখ।