প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০০:০০
মৎস্য সম্পদ রক্ষায় অভিযান পরিচালনা করেছে শাহরাস্তি উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী ১২ জুলাই বিকেলে ডাকাতিয়া নদীতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি প্রায় দেড় লাখ টাকার অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ফেলেন। বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চিখটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় নৌকা দিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌসিফ উদ্দিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক কিশোর বড়ুয়া।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী জানান, মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কোনো অভিযুক্তকে না পাওয়ায় কাউকে আটক করা হয়নি। তিনি জানান, প্রায় দেড় লাখ টাকার অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল পোড়ানো হয়েছে।