বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০০:০০

শাহরাস্তিতে ফলবাগানে হামলা ও ভাংচুর
শাহরাস্তি ব্যুরো ॥

শাহরাস্তিতে সম্পত্তিগত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ফল বাগানে হামলা ও ভাংচুর করা হয়েছে। এ বিষয়ে বাগান মালিক প্রফেসর মুহাম্মদ ইয়াহিয়া খান শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। চাঁদপুর সরকারি কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রধান মুহাম্মদ ইয়াহিয়া খানের পৈত্রিক বাড়ি শাহরাস্তি উপজেলার নরিংপুর পশ্চিমপাড়া মিজি বাড়ির ফল বাগানের চারপাশের বেড়া ভাংচুর করে সম্পত্তি দখলের পাঁয়তারা করে বাড়ির প্রতিপক্ষ লোকজন।

ইয়াহিয়া খান জানান, পারিবারিক ও ক্রয়সূত্রে উক্ত সম্পত্তির মালিক হিসেবে তারা দীর্ঘ প্রায় ৫০/৬০ বছরের অধিক সময় ধরে এই সম্পত্তি ভোগ দখল করে আসছেন। তিনি জানান, সম্পত্তি নিয়ে প্রতিপক্ষ লোকজনের সাথে বিরোধ চলছে। এর সূত্র ধরে গত ৫ জুলাই বিকেলে প্রতিপক্ষ নুরুল হুদার ছেলে পারভেজ, মৃত হেদায়েত উল্লাহর ছেলে সুলতান আহমেদ, সরোয়ার, শহিদুল্লাহ ও খোদেজা বাগান বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এ বিষয়ে শাহরাস্তি থানা পুলিশ তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়