প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশী গ্রামে একটি পরিবারকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। জানা যায়, মোঃ জাফর খানের সাথে তার জেঠাতো ভাই মোঃ আলমগীর হোসেনের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘ বছর ধরে মামলা চলছে। সম্পত্তিগত বিরোধ নিয়ে জাফর খান ও তার স্ত্রী-সন্তানদেরকে পিটিয়ে আহত করে। এ নিয়ে দুপরিবারের মধ্যে মামলা চলমান রয়েছে। একটি কুচক্রী মহলের ইন্ধনে আলমগীর হোসেন খান ও তার পরিবারবর্গ মিলে জাফর খানের বসতঘরের সামনে বাঁশ দিয়ে বেড়া দিয়ে রাখে। পরে টিন দিয়ে বেড়া দেয়। বর্তমানে জাফর খানসহ ৩টি বাড়ির লোকজন বাড়ি থেকে বের হতে পারে না।
এ ব্যাপারে জাফর খান বলেন, সম্পত্তি নিয়ে আলমগীর হোসেন খানের সাথে অনেক বছর ধরে বিরোধ চলছে। এ নিয়ে আলমগীর হোসেন খান ও তার পরিবারবর্গ আমার পরিবারকে আহত করে।
তিনি আরও বলেন, আমার বসতঘরের সামনে বাঁশ দিয়ে প্রথমে বেড়া দিয়েছে। বর্তমানে টিন দিয়ে বেড়া দিয়ে রাখে। এ পথ দিয়ে আমার পরিবারসহ ৩ বাড়ির লোকজন আসা-যাওয়া করে। আলমগীরের ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায় না। একটি মহলের ছত্রছায়ায় সে সম্পত্তি দখল করাসহ চলাচলের পথ বন্ধ করে দেয়। এ ব্যাপারে আমি প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছি।