প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০০:০০
কুমিল্লার মনোহরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধ পিতাকে হত্যার দায়ে ১ম সংসারের তিন ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। মঙ্গলবার (১০ জুলাই) দুপুর ১২টায় এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান। যার দায়রা মামলা নং ২০২৭/২০১৫ এবং মনোহরগঞ্জ থানার মামলা নং-১৩।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৬ আগস্ট সকালে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আঃ করিম (৮৫)কে একা পেয়ে প্রথম সংসারের ছেলে, নাতি ও বড় ছেলের বউসহ তর্ক-বির্তকের এক পর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দ্বারা আঃ করিমের শরীরের বিভিন্ন অংশে আঘাতসহ উপর্যুপরি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে তার তৃতীয় স্ত্রী মোসাঃ সাফিয়া বেগম (৪৮) বাদী হয়ে ২০১৩ সালের ২৬ আগস্ট ১ম সংসারের ছেলে আসামী ফয়েজ উল্লাহ (৫০), মোঃ অহিদ উল্লাহ (৪৫), মোঃ শহিদ উল্লাহ (৪৮) এবং মোঃ ফারুক (১৮) (পিতা অহিদ উল্লাহ, সাং কান্দি), মোঃ মিজান (২২), মোঃ হাসান (১৮) ও মোঃ নুরুজ্জামান (২৪) (সর্ব পিতা শহিদ উল্লাহ, সর্ব সাং-ভোচপাড়া লাকসাম), মোসাঃ রিনা আক্তার (৪০) (স্বামী ফয়েজ উল্যাহ, সাং কান্দি, থানা-মনোহরগঞ্জ, জেলা কুমিল্লা)সহ অজ্ঞাতনামা ২-৩জনকে আসামী করে মনোহরগঞ্জ থানায় দঃ বিঃ ৩০২/৩৪ ধারার বিধানমতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সফিউদ্দিন ভূঁইয়া ও এএইচএম মাহমুদ তদন্ত পূর্বক আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যার নং-৬)। তৎপর মামলটি বিচারে আসলে ২০১৫ সালের ২৩ নভেম্বর চার্জ গঠনক্রমে রাষ্ট্র পক্ষের ১১জন সাক্ষীর মধ্যে ১০জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণক্রমে আসামীগণের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এমতাবস্থায় দণ্ডবিধির ৩০২ ধারার বিধানমতে দোষী সাব্যস্তক্রমে আসামী মোঃ ফয়েজ উল্যাহ, মোঃ অহিদ উল্যাহ ও মোঃ সহিদ উল্যাহকে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায়ে বিচারক মহামান্য হাইকোর্ট ডিভিশন কর্তৃক অনুমোদন সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত রুজ্জুতে ঝুলিয়ে আসামীদের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ প্রদান করেন এবং অপর আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামীরা হলেন : কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার কান্দি হাজী বাড়ী নিবাসী ভিকটিম আঃ করিমের ১ম সংসারের ছেলে আসামী মোঃ ফয়েজ উল্যাহ, মোঃ অহিদ উল্যাহ ও মোঃ সহিদ উল্যাহ।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এপিপি মোঃ নুরুল ইসলাম এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আশা করছি মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত বাস্তবায়ন করার নির্দেশ দেবেন। আসামীপক্ষের অ্যাডভোকেট শাহানাজ সুলতানা সুমা বলেন, রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপীল করবো ইনশাল্লাহ।