প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০০:০০
গত ৯ জুন শুক্রবার সকাল ৯টায় জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতাণ্ড২০২৩ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী কাজী কাবীসা পঞ্চগীতি কবির গান ও দেশাত্মবোধক সংগীত দুটি বিষয়ে প্রথম স্থান অর্জন করে আগামী ১৮ জুলাই মঙ্গলবার চূড়ান্ত পর্যায়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্যে মনোনীত হয়েছে।
কাজী কাবীসার এই সাফল্যের জন্যে তার বাবা আবদুল কুদ্দুস ও মাতা জাকিয়া আক্তার তার সংগীত প্রশিক্ষক কণ্ঠশিল্পী ও নাট্যাভিনেতা মৃনাল সরকারের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়া তার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাসহ সকল শিক্ষক-শিক্ষিকার কাছে দোয়া প্রত্যাশা করেছেন। কাজী কাবীসা বলেন, আমার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিযোগিতায় অশগ্রহণের অনুমতি প্রদান না করলে হয়তো আমার এই অর্জন পাওয়া হতো না। আগামী ১৮ জুলাই ২০২৩ সারা বাংলাদেশ থেকে প্রতি জেলায় প্রতি বিষয়ে ১ জন করে প্রায় ৬৫ জন প্রতিযোগী প্রতিটি বিষয়ে লড়বে। এই কঠিন প্রতিযোগিতায় কাজী কাবীসা চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছে।