বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০০:০০

ফ্রেন্ডস ’৯৯ সামাজিক সংগঠনের কমিটি গঠন
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ফ্রেন্ডস ’৯৯ সামাজিক সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। ১০ জুলাই রাতে স্থানীয় থানা রোড এলাকায় আয়োজিত সভায় এ কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে বাদশা ফয়সাল কবিরকে সভাপতি, মোতালেব হোসেন রাজুকে সাধারণ সম্পাদক ও সরফুদ্দিন মৃধাকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও জানুয়ারি ’২৪-এ পুনরায় কার্যকরী কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, এ সংগঠনটি ২০১৯ সালে আত্মপ্রকাশ করেছে। এ সংগঠনের মাধ্যমে বৃক্ষরোপণ, ফ্রেন্ডস ’৯৯ বন্ধুদের আর্থিক সহায়তা প্রদান, টিউবওয়েল স্থাপন, অসহায় ও হতদরিদ্রদের সহায়তা প্রদান, শিক্ষা বৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে।

এ সংগঠনটি ভবিষ্যতে রেজিস্ট্রেশন করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে। এজন্যে সকল বন্ধুর সার্বিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন রাজু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়