প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০০:০০
শাহরাস্তিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। ১০ জুলাই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শাহরাস্তি উপজেলার দক্ষিণ রায়শ্রী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পরাণপুর ফাযিল মাদ্রাসা, প্রসন্নপুর ইউনিয়ন ভূমি অফিস এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, বিভিন্ন দফতরের সম্মানিত প্রতিনিধি ও মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।