বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০০:০০

কলেজের প্রতিষ্ঠা থেকে শুরু করে সকল ভাল কাজের সাথে রয়েছি
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ সড়কের ঢালাই কাজের উদ্বোধন হয়েছে। ১০ জুলাই সোমবার সকালে এ কাজ উদ্বোধন করেন পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ, সহকারী অধ্যাপক আঃ কুদ্দুছ, নাছির উদ্দিন মিঠু, আজিমুর রশিদ, পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে মেয়র বলেন, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি কলেজের সকল ভালো কাজের সাথে ছিলাম এবং রয়েছি। সড়কটি নির্মাণের সাথে সাথে ড্রেনের কাজও চলছে। ড্রেনটি নির্মিত হলে কলেজ মাঠটি জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। আশা করছি সরকারিভাবে কলেজের অবকাঠামোগত উন্নয়নও হবে।

তিনি আরো বলেন, পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বেও এই কলেজের জন্যে অনেক উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি। মেয়র হওয়ার পর কলেজের আভ্যন্তীরণ সড়ক এবং গেইটটি তৈরি করে দিবো বলেছি। সেই ধারাবাহিকতায় সড়কের কাজ শেষের পথে। এছাড়া ড্রেনের কাজও শুরু হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।

পৌর কর্তৃপক্ষ জানায়, ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে ১১০ মিটার আরসিসি সড়ক নির্মিত হচ্ছে। কলেজের অভ্যন্তরীণ এই সড়কটি দীর্ঘদিন ধরেই মেরামতবিহীনভাবে পড়ে ছিল। অবশেষে পৌর মেয়রের নির্দেশে এই সড়কটি নির্মিত হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়