বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০০:০০

একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আলআমিন ভূঁইয়া
কামরুজ্জামান টুটুল ॥

দেশের জনপ্রিয় নিউজ চ্যানেল ও স্যাটেলাইট টিভি একাত্তর টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আলআমিন ভূঁইয়া। গত ৫ জুলাই একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ আলআমিন ভূঁইয়ার নিয়োগ চূড়ান্ত করেন। এর আগে তিনি একই চ্যানেলের সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।

এক কন্যা সন্তানের জনক আলআমিন ভূঁইয়া চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ভূঁইয়া বাড়ির মোঃ হাফিজ ভূঁইয়ার দ্বিতীয় সন্তান। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সাংবাদিকতায় হাতেখড়ি নিলেও আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি শেষে আলআমিন ভূঁইয়া সাংবাদিকতায় ডিপ্লোমা করে সাংবাদিকতাকে স্থায়ী পেশা হিসেবে বেছে নেন।

উল্লেখ্য, দেশের আরেক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র প্রতিষ্ঠালগ্ন থেকেই চ্যানেলটির অপরাধ বিষয়ক বিট ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিটে কাজ করেছেন তিনি। বাংলা টিভিতে দায়িত্ব পালনকালে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি বাম পায়ে মারাত্মক জখমপ্রাপ্ত হয়ে বাংলা টিভি ছাড়েন। পরবর্তী আলআমিন ভূঁইয়া জাতীয় দৈনিক আজকের পত্রিকা, আমাদের অর্থনীতি, আমাদের সময় ডটকম, আওয়ার নিউজ ডটকম ছাড়াও দেশের বিভিন্ন গণমাধ্যমে রাজধানীতে কাজ করেছেন। এছাড়া চাঁদপুরের অনলাইন নিউজ পোর্টাল ‘চাঁদপুর বুলেটিনে’র সম্পাদক ও প্রকাশক তিনি।

নাড়ির টানে চাঁদপুরে ফিরে আসা ও একাত্তর টেলিভিশনে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে চাঁদপুর জেলা, সকল উপজেলার সর্বস্তরের সংবাদকর্মী, চাঁদপুর থেকে প্রকাশিত সকল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সর্বস্তরের সকলসহ প্রশাসন মিলিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়