বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০০:০০

সড়ক যেনো ভ্রাম্যমাণ বাজার!
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকা হলো শপথ চত্বর এলাকা। উত্তর দিকে গুয়াখোলা রাস্তার মুখ, উত্তর-পূর্ব দিকে আঃ করিম পাটোয়ারী সড়কের মুখ, পূর্বদিকে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, দক্ষিণ দিকে কালীবাড়ি মোড় অভিমুখী প্রধান সড়ক এবং পশ্চিম দিকে বড় স্টেশন-লঞ্চঘাট রাস্তার মুখ। পাঁচ রাস্তার মুখ একত্রে থাকাতে এই চত্বরটিতে সবসময়ই মানুষের আনাগোনা থাকে। এছাড়াও শহরের অন্যতম বড় মসজিদ ও গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ও এ মোড়েই অবস্থিত। ২৪ ঘণ্টাই এ সড়কের মোড়ে যানবাহন ও মানুষের জট লেগে থাকে। এতো কিছুর পরও এখানে অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। শপথ চত্বর দিয়ে রিকশা নিয়ে বের হওয়ার সময় কোনো না কোনো যানবাহনে ধাক্কা লাগা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ এলাকা পার হওয়া ব্যতীত অফিস কিংবা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা গন্তব্যে পৌঁছতে পারে না। এখানে ব্যবসায়ীদের ভ্যানগাড়িগুলো এমনভাবে দাঁড় করিয়ে রাখা হয়, তাতে যে কারো কাছে এটি অস্থায়ী বাজার বলেই মনে হবে। মাঝে মাঝে পৌরসভা থেকে অভিযান চালালে কিছুক্ষণের জন্যে সরে গেলেও পরক্ষণেই আবার বাজার বসিয়ে দেয় তারা। তাই সচেতন মহলের প্রশ্ন : এই এলাকার ভোগান্তি থেকে চাঁদপুর পৌরবাসীবাসী রেহাই পাওয়ার উপায় কী? ছবি : বাদল মজুমদার। প্রতিবেদন : উজ্জ্বল হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়