প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০০:০০
বহুল প্রচারিত সাপ্তাহিক দিবাকণ্ঠ পত্রিকার আজ ১০ জুলাই ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। হাঁটি হাঁটি পা পা করে পত্রিকাটি পাঠকদের অকুণ্ঠ সমর্থন নিয়ে সাদাকে সাদা কালোকে কালো বলে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার বিশেষ সংখ্যা বের হবে। এছাড়া সকাল ১০টায় কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পত্রিকার কলাকুশলী, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, সংবাদদাতাসহ সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শ্যামল চন্দ্র দাস।