বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০০:০০

মতলবে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সিয়ামের ১১ মাস পর মৃত্যু
রেদওয়ান আহমেদ জাকির ॥

৭ম শ্রেণির মেধাবী ছাত্র মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকের ভায়রার ছেলে সিয়াম (১৪) সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১১ মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে (ইন্নালিল্লাহি...রাজেউন)।

গত ৮ জুলাই রাত ৯টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগের লাইফ সাপোর্টে থাকাবস্থায় সিয়ামের মৃত্যু হয়। সিয়াম খাদেরগাঁও ইউনিয়নের নাগদা গ্রামের মোস্তফা কামাল প্রধানের ছেলে। তার বাবা কুমিল্লার লাকসাম ফায়ার স্টেশনের ফায়ারম্যান পদে চাকুরি করেন। মৃত্যুকালে সিয়াম বাবা, মা, ১ ভাই ও ১ বোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

৯ জুলাই রোববার সকাল ৯টায় পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম সিয়ামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আব্দুর রাজ্জাক, পশ্চিম নাগাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আক্তার হোসেন ও মরহুমের পক্ষ থেকে তার খালু সাংবাদিক মাহফুজ মল্লিক। নামাজে জানাজায় ইমামতি করেন মরহুম সিয়ামের চাচাত ভাই হাফেজ মাওলানা হাবিব প্রধান।

সিয়ামের খালু সাংবাদিক মাহফুজ মল্লিক বলেন, বিগত ২০২২ সালের ১৩ আগস্ট বিকেলে নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে ধনারপাড় যাওয়ার সময় নাগদায় বিদ্যুতের সাবস্টেশনের নিকট গেলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিয়ামের মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন সিয়ামকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই হাসপাতালেও সিয়ামের চিকিৎসা করতে রাজি হয়নি। রাত সাড়ে ১২টায় মহাখালী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর দেড় লক্ষ টাকা চুক্তির ভিত্তিতে মাথায় অপারেশন করা হয়। এই হাসপাতালে অধিক খরচ হওয়ায় পরবর্তীতে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল আমিন রুহুলের তদবিরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পিআইসিও বিভাগে ভর্তি করানো হয় সিয়ামকে। সেখানে ৩ মাস চিকিৎসা সেবার পর উন্নতি না হওয়ায় সিয়ামকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে ২ মাস সেবা-যত্নের ফলে সিয়ামের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় এবং জ্ঞান ফিরে আসে। আল্লাহ বলা শুরু করে সিয়াম। ৩ মাস পর মহাখালী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক ব্রিগেডিয়ার (অবঃ) প্রফেসর ডাঃ আব্দুল হাই মানিকের সাথে যোগাযোগ করা হলে তার পরামর্শ মোতাবেক সিয়ামের মাথায় কৃত্রিম হাড় লাগানোর জন্যে আবারও ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাড় লাগানোর পর ১৫ দিন সিয়ামকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে ১৫ দিন থাকার পর সিয়ামের মাথায় কৃত্রিম যে হাড় লাগানো হয় সেখানে পানি জমে ইনফেকশন হয়ে যায়। এ সমস্যা সমাধানের জন্যে মাথায় হাড় লাগানো চিকিৎসক ডাঃ আব্দুল হাই মানিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ওই হাসপাতাল থেকে বদলি হয়ে ময়মনসিংহ হাসপাতালে চলে গেছেন। এদিকে সিয়ামের মাথার এ সমস্যা সারার জন্য তার সাথে বহু চেষ্টা করা হলেও তিনি বলেন, এটা আপনাদের এলাকার হাসপাতালে করতে পারবেন। সিয়ামকে নিয়ে চাঁদপুর ও কুমিল্লার কয়েকটি হাসপাতালে নিয়ে গেলে কোনো ডাক্তার সিয়ামের মাথার সেলাই কাটা ও পানি সরানোর বিষয়ে রাজি হননি।

গত সোমবার দীর্ঘ সাড়ে ৫ ঘন্টা চেষ্টা করে সফলভাবে সিয়ামের মাথার অপারেশন করা হয়। হঠাৎ করে ওইদিন রাতে সিয়ামের অবস্থা খারাপ হওয়ায় ১দিন পর আবারও একটি অপারেশন করা হয়। পরে তাকে আইসিওতে রাখা হয়। শনিবার বিকেল ৩টায় হঠাৎ করে সিয়ামের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। রাত ৯টা ৫০ মিনিটে সিয়ামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়