প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুর ড্রামার সাবেক সভাপতি সদ্য প্রয়াত খায়রুল ইসলাম বিল্লাল স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে শোকসভাটি অনুষ্ঠিত হয়। চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের সঞ্চালনায় বক্তারা সদ্য প্রয়াত খায়রুল ইসলাম বিল্লালের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ২৪ জুন শনিবার ভোর ৫টায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। তার কথা বলতে গেলেই সংস্কৃতি অঙ্গনে তার অবদানের কথা বলতে হয়। তিনি এমন একটা মানুষ ছিলেন, যিনি চাঁদপুর ড্রামার অনুষ্ঠান হলে কোথা থেকে টাকা যোগান দিতেন তা তিনিই জানতেন। শুধু চাঁদপুর ড্রামাই নয়, যে কোনো সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান হলে সহায়তা করতেন। বিল্লাল সকল সংস্কৃতি কর্মীকে ভালোবাসতেন। তিনি চাঁদপুরের নাট্য কর্মী ও নাট্যাঙ্গনে বেঁচে থাকবেন।
শোকসভায় বক্তব্য রাখেন জেলা স্কাউট সম্পাদক অজয় কুমার ভৌমিক, সহ-সভাপতি একে আজাদ, পরিমল দাস নুপুর, ফারুক হোসেন ভূঁইয়া, কার্যকরী সদস্য মজিবুর রহমান দুলাল, সাবেক সভাপতি অ্যাডঃ আব্দুল্লা আল ফারুক, সাবেক সাধারণ সম্পাদক কেএম মাসুদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক জ্যোৎস্না বেগম, কার্যকরী সদস্য কৃষ্ণ গোপাল সরকার, পলাশ মজুমদার, রোটাঃ রফিকুল ইসলাম, অনুপম নাট্য গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার, অনন্যা নাট্য গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দাস, স্বরলিপি নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি এমআর ইসলাম বাবু, সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর হোসেন, অরূপ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক সাধন দত্ত, প্রতিভা সাংস্কৃতিক সংগঠনের ফারহাবি রহমান জুয়েলসহ আরো অনেকে।
শোকসভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন নটমঞ্চ ও শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল হুসাইন। শোকসভায় খায়রুল ইসলাম বিল্লালের দুপুত্র উপস্থিত ছিলেন।