প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০০:০০
আখ ক্ষেতে লুকিয়ে থাকা শিয়ালকে আটক করে মুনাফার লোভে জবাই করে শিয়ালের মাংস বিক্রির চেষ্টার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুজনকে একমাস করে কারাদণ্ড প্রদান করেছে। এ সময় পুলিশ জবাইকৃত শিয়ালের মাংস উদ্ধার করে বিনষ্ট করে ফেলে। শনিবার (৮ জুলাই) রাতে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সকদিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো রাকিব হোসেন (৪৫) ও মোঃ মজিবুর রহমান মিজি (৪৫)। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নান জানান, সকদিরামপুর এলাকাতে একটি আখ ক্ষেত থেকে শিয়াল আটকের পর জবাই করে বিক্রির প্রস্তুতি হচ্ছে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক সুমন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সকদিরামপুর এলাকার মোঃ ইউসুফ মিয়ার ছেলে মোঃ রাকিব হোসেন (৪৫) ও পশ্চিম সকদিরামপুর এলাকার মোঃ কলমতর মিজির ছেলে মোঃ মজিবুর রহমান মিজি (৪৫) কে আটক করে। এ সময় জবাইকৃত শিয়ালের কাঁচা মাংস জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকতা তাসলিমুন নেছা জানান, খবর পেয়ে শনিবার রাতে জবাইকৃত শিয়ালের মাংস জব্দ করি। শিয়াল জবাই ও মাংস বিক্রির অপরাধে রোববার (৯ জুলাই) সকালে মোঃ রাকিব হোসেন ও মোঃ মজিবুর রহমান মিজি নামে দুজনকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১-এর ২৪ ধারায় ১ মাসের কারাদণ্ড প্রদান করে চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।