বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০০:০০

টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না বিরল রোগে আক্রান্ত অসহায় কাসেম মিয়া
স্টাফ রির্পোটার ॥

বিরল রোগে আক্রান্ত অসহায় আব্দুল কাসেম মিয়া টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। তিনি চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের দোকানঘর গুচ্ছগ্রামের বাসিন্দা।

মোঃ কাসেম মিয়া একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রায় ৬ মাস পূর্বে তিনি এক বিরল রোগে আক্রান্ত হয়ে পড়েন। ধীরে ধীরে রোগটি তার শরীরে অনেকটা ছড়িয়ে পড়ে। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় বিপাকে পড়ে কাসেম মিয়ার পরিবার। এর মধ্যেও কাসেম মিয়াকে কোনো রকম ধার-দেনা করে কিছুটা চিকিৎসা করায় তার পরিবার। কিন্তু বর্তমানে চিকিৎসার জন্যে আরো অনেক টাকা প্রয়োজন। চিকিৎসকরা এরই মধ্যে পরামর্শ দিয়েছেন ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানোর জন্যে। কিন্তু বর্তমানে যেখানে কাসেম মিয়ার সংসার চালানো দায়, সেখানে ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা--সেটি এখন এই অসহায় পরিবারের কাছে অনেকটা স্বপ্নের মতো। তাই কাসেম মিয়ার পরিবার তার চিকিৎসার জন্যে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। অসহায় কাসেম মিয়াও একটু বাঁচার আকুতি নিয়ে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন। যোগাযোগ : ০১৮৪০৫৫৯৫৬৮ ও ০১৩২১৮২০৫৬১।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়