প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় সুমন হোসেন (২১) নামের আহত যুবক মৃত্যুবরণ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদপুর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সুমন চাঁদপুর গ্রামের আলী আশ্রাফ মেম্বার বাড়ির ওমর ফারুক হোসেনের পুত্র।
ওমর ফারুক হোসেন জানান, বুধবার রাতে সুমন মোটরসাইকেলযোগে চাঁদপুরের নিজ বাড়িতে যাওয়ার সময় চাঁদপুর এমএ খালেক স্কুল এন্ড কলেজের উত্তর পাশে এসে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ পাশের গর্তে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে কচুয়ার মডার্ন হস্পিটালে নিয়ে যায়। এখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে রাতে বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় নিহত যুবক সুমন হোসেনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।