প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০
হাজীগঞ্জের বলাখাল বাজারে এনআরবিসি (এনআরবি কমার্শিয়াল) ব্যাংকের ১২২তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। বলাখাল পূর্ব বাজারের মুন্সী প্লাজার ২য় তলায় এ শাখা উদ্বোধন করা হয়। বলাখাল বাজারে এটিই প্রথম কোনো ব্যাংক। বৃহস্পতিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন। উদ্বোধক ছিলেন এনআরবিসি ব্যাংকের এভিপি ও জোনাল প্রধান মোঃ ফারুক হোসাইন। শাখা ব্যবস্থাপক শওকত ইকবালের সভাপ্রধানে বক্তব্য রাখেন পৌর কাউন্সিল আলাউদ্দিন মুন্সী, কাজী মনির হোসেন ও মাইনুদ্দিন মিয়াজী। জানা যায়, এনআরবিসি ব্যাংকের চাঁদপুর জেলার সকল উপজেলায় শাখা রয়েছে।