প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২৩ উপলক্ষে উপজেলা কমিটির সপ্তাহব্যাপি আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়। ‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ-২৩ উপলক্ষে গত ৭ থেকে ১৩ জুন পর্যন্ত উপস্থিত বক্তৃতা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও নিউট্রিশন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমাপনী উপলক্ষে ১৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে মাতৃপুষ্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুননেছা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আরএমও ডাঃ মুজাম্মেল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী বিজয়ী কোমলমতি শিশুদের হাতে পুরস্কার প্রদান করেন।