প্রকাশ : ১২ আগস্ট ২০২১, ০০:০০
জেনারেল হাসপাতালকে চাঁদপুর প্রেসক্লাবের অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিমিটার প্রদান
করোনার এ ভয়াবহতার সময়ে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটের জন্যে ১টি অক্সিজেন কনসেনট্রেটর ও ১০টি অক্সিমিটার প্রদান করেছে চাঁদপুর প্রেসক্লাব। গতকাল বুধবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ এবং হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনাবিষয়ক ফোকালপার্সন ডাঃ সুজাউদ্দৌলা রুবেলের হাতে এসব চিকিৎসা সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়। এ অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা ছাড়াও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ঈছা রুহুল্লাহ।
|আরো খবর
এ সময় সিভিল সার্জন বলেন, চাঁদপুরের সাংবাদিকগণ অত্যন্ত আন্তরিক। এই করোনাকালের পুরোটা সময়ই সাংবাদিকরা আমাদের পাশে ছিলেন, এখনো আছেন। এটা আমি দেশের কোথাও দেখিনি। এ সময়ে এই উপাদানগুলো করোনা রোগীদের জন্যে অনেক বেশি প্রয়োজন।
উল্লেখ্য, অক্সিজেন কনসেনট্রেটরটি কেনার জন্যে সম্পূর্ণ আর্থিক সহযোগিতা করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সদস্য আমেরিকার নিউইয়র্ক প্রবাসী মাকসুদুর রহমান সেলিম ও ১০টি অক্সিমিটার দিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলম পলাশ।