প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০০:০০
‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ স্লোগানে ফরিদগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা ও পুষ্টি সপ্তাহের উদ্বোধন হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদের সভাপ্রধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুননেছা, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম. মোহাম্মদ আলী জিন্নাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুন্নবী নোমান প্রমুখ।