সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ০০:০০

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত
অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার মমতাময়ী মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ জন্মবার্ষিকী ৮ আগস্ট রোববার চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ৮টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৮টা ৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন সরকার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া প্রমুখ।

বাদ আসর চাঁদপুর বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধুর পরিবারের যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে এবং মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের যে নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় ও তবররুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়