প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![কারো জীবনে সুযোগ আসে না, নিজেকে তৈরি করে নিতে হয়](/assets/news_photos/2023/02/11/image-29482.jpg)
সাবেক সেনাপ্রধান জেনারেল (অবঃ) আজিজ আহমেদ বলেছেন, কারো জীবনে সুযোগ আসে না, নিজেকে তৈরি করে নিতে হয়। প্রতিটি মানুষ লেখাপড়া শিখে নিজের যোগ্যতা দিয়ে কিছু অর্জন করার সক্ষমতা রাখেন। তাই আমি আশা করি আজকে যারা শিক্ষার্থী তারা আগামী দিনে দেশের জন্য কিছু করবে। আজিজ আহমেদ বলেন, মতলবের উন্নয়নে আমি আগেও যতটা পেরেছি সহযোগিতা করেছি এবং মতলববাসীর পাশে থেকেছি বিভিন্নভাবে। তাছাড়া বর্তমান সরকারও উন্নয়নের ব্যাপারে অনেক সচেষ্ট। আগামী দিনে আমরা সকলে মিলে উন্নয়নের জন্য কাজ করবো।
শুক্রবার ১০ ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই মতলব আমার জন্মভূমি। মতলবের প্রতি আমার আলাদা একটা টান আছে। চাকুরিতে যখন ছিলাম তখন অনেক বাধ্যবাধকতার কারণে হয়তো অনেকের সাথে যোগাযোগ রাখতে পারিনি। তাই বলে কাউকে আমি মনে রাখিনি তা কিন্তু নয়। আমি যতোদিন বেঁচে থাকবো ততোদিন মতলব উত্তর এবং বিভিন্ন ইউনিয়নবাসীর জন্য আমার অকৃত্রিম ভালবাসা থাকবে।
তিনি বলেন, যারা আজকের এই ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে দাওয়াত করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার শৈশবের শিক্ষা প্রতিষ্ঠানে এসে খুবই আনন্দ লাগলো। তিনি তার শৈশব সংক্রান্ত স্মৃতি তুলে ধরেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আজিজ আহমেদের সহধর্মিণী দিলশাদ নাহার কাকলী।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সগির আহমেদ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক নাজমুল করিম, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির উদ্দিন প্রমুখ।
আরো বক্তব্য রাখেন ছেংগারচর সরকারি কলেজের প্রভাষক ও পুনর্মিলনী উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল হাসান, পুনর্মিলনী অনুষ্ঠানের সমন্বয়ক মোহাম্মদ হাসান বাবু, যুগ্ম আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান, প্রাক্তন ছাত্র মোঃ সিরাজ মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে দুপুরের ভোজে অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীরা। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।