প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৮
শোক সংবাদ
![শোক সংবাদ](/assets/news_photos/2025/02/12/image-58872-1739341557bdjournal.jpg)
শোক সংবাদ
|আরো খবর
চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আহসানুজ্জামান মন্টু আজ বুধবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং ঢাকার রামপুরাস্থ বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অধ্যাপক আহসানুজ্জামান মন্টু চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে সাংবাদিকতা জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি একাধিকবার প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে চাঁদপুরের সাংবাদিক মহল ও সুধীসমাজে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর জানাজা আজ বাদ আসর চাঁদপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
অধ্যাপক আহসানুজ্জামান মন্টুর মৃত্যুতে চাঁদপুর কন্ঠ পরিবার গভীর শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।
ডিসিকে/এমজেডএইচ