প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪
চাঁদপুরের প্রবীণ সাংবাদিক আহছানুজ্জামান মন্টু আর বেঁচে নেই
![চাঁদপুরের প্রবীণ সাংবাদিক আহছানুজ্জামান মন্টু আর বেঁচে নেই](/assets/news_photos/2025/02/12/image-58867-1739334830.jpg)
চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ টাইমস ও বাংলাদেশ বেতারের চাঁদপুরের সাবেক প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আহছানুজ্জামান মন্টু আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন) । তিনি দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। সাংবাদিক আহছানুজ্জামান মন্টু ১৯৪২ সনে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রামপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সনে এসএসসি, চাঁদপুর কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ ডিগ্রি লাভ করেন। তিনি শাহতলী জিলানী চিশতি কলেজ, পুরানবাজার কলেজের অর্থনীতির শিক্ষকও ছিলেন। চাঁদপুর মহকুমা ও জেলা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, রেডিও বাংলাদেশের আজীবন জেলা সংবাদদাতা, দৈনিক আজাদ, Bangladesh Times, প্রবীণ হিতৈষী সমিতির সেক্রেটারি, ঔষধ সমিতির সভাপতি, নাটাব, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে আজীবন সম্পৃক্ত ছিলেন।