বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

আওয়ামী লীগ নেতা এসি মিজানের রোগমুক্তি কামনায় দোয়া
মাহবুব আলম লাভলু ॥

বাংলাদেশ আওয়ামী লীগের মতলব উত্তর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাকে চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য নেতা-কর্মীরা হাসপাতালে ভিড় করেন। তার অসুস্থতা থেকে মুক্তির জন্য বুধবার তার নিজ এলাকা মতলব উত্তরসহ দেশে ও বিদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শরীরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাঁর সুস্থতার জন্যে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। তাঁর অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে নেতা-কর্মীদের মধ্যে অস্থিরতা দেখা যায়। ফেসবুকে প্রিয় নেতার জন্যে দোয়া কামনা করা হয়। তার রোগমুক্তি কামনা করে দলের বিভিন্ন ইউনিট, দলীয় নেতা-কর্মী ও তাঁর ভক্ত-অনুরাগীদের উদ্যোগে দেশ-বিদেশে মসজিদে মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়