প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![শাহরাস্তিতে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২৪৬ জন](/assets/news_photos/2023/02/09/image-29400.jpg)
৮ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় সারাদেশে একযোগে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে রেকর্ড ২৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। ঘোষিত ফলাফলে দেখা যায়, শাহরাস্তি উপজেলার মোট ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতকরা হারে এগিয়ে আছে করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ, তাদের পাসের হার ৯৮.৯০%। দ্বিতীয় স্থানে রয়েছে সূচীপাড়া ডিগ্রি কলেজ, পাসের হার ৯৮.৫৬%। তৃতীয় স্থানে রয়েছে মেহের ডিগ্রি কলেজ, পাসের হার ৯৮.৪০%। চতুর্থ স্থানে রয়েছে চিতোষী ডিগ্রি কলেজ, পাসের হার ৯৭.৫৫% এবং ৮৭.৬৩% পাসের হার নিয়ে ৫ম স্থানে অবস্থান করছে খিলাবাজার স্কুল এন্ড কলেজ।
এই ৫ কলেজ হতে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় যথাক্রমে করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ থেকে ১৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৭৯ জন কৃতকার্য হয় ও ২ জন অকৃতকার্য, সূচীপাড়া ডিগ্রি কলেজ থেকে মোট পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৮৬ জন, তন্মধ্যে ৪৭৯ জন কৃতকার্য ও ৭ জন অকৃতকার্য, মেহের ডিগ্রি কলেজ হতে ২৫০ জন অংশগ্রহণ করে ২৪৬ জন কৃতকার্য ও ৪ জন অকৃতকার্য, চিতোষী ডিগ্রি কলেজ হতে ১৬৩ জন অংশগ্রহণ করে ১৫৯ জন কৃতকার্য ও ৪ জন অকৃতকার্য হয় এবং খিলাবাজার স্কুল এন্ড কলেজ হতে ৯৭ অংশগ্রহণ করে ৮৫ জন কৃতকার্য ও ১২ জন অকৃতকার্য হয়।
এই ৫ কলেজের মধ্যে করফুলেন্নেছা মহিলা সরকারি কলেজ হতে জিপিএ ৫ পেয়েছে ৪২জন, সূচীপাড়া ডিগ্রি কলেজ হতে জিপিএ-৫ পেয়েছেন ১৩১ জন, মেহের ডিগ্রি কলেজ হতে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন, চিতোষী ডিগ্রি কলেজ হতে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন এবং খিলাবাজার স্কুল এন্ড কলেজ হতে জিপিএ-৫ পেয়েছে ৭জন।