বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

কচুয়ায় এইচএসসি ও আলিমে পাসের হার ৯৪.৮৭ ॥ জিপিএ-৫ পেয়েছে ৪শ’ জন
মোহাম্মদ মহিউদ্দিন ॥

৮ ফেব্রুয়ারি বুধবার প্রকাশিত এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে কচুয়ায় ৪শ’ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৩শ’ ৮০জন এবং আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২০ জন। মোট পরীক্ষার্থী ২৪শ’ ৭৮জন। তন্মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৩শ’ ৫১ জন। যার পাসের হার ৯৪.৮৭%। এদিকে এইচএসসিতে মোট ২হাজার ৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, তন্মধ্যে ১ হাজার ৯শ’ ৭০ জন কৃতকার্য হয়। যার পাসের হার ৯৬%। কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ৩০১জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৮ জন উত্তীর্ণ হয়, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, পাসের হার ৯৯%। শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ ১৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১৫৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন, পাসের হার ৯৬%। সাচার ডিগ্রি কলেজ ২৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ২৬০ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন, পাসের হার ৮৮%। পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ ৩৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৩৮৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৮০ জন, পাসের হার ৯৯.৭৩%। নুরুল আজাদ কলেজ ৮২জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ জন, পাসের হার ৭৮%। ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ ২৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫১ জন উত্তীর্ণ হয়, জিপিএ-৫ পেয়েছে ১৬২ জন, পাসের হার ৯৯.৬০%। আশেক আলী খান স্কুল এন্ড কলেজ ২৮১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৭৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন, পাসের হার ৯৯%। চাঁদপুর এম.এ. খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ ১২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৮জন উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ২৬ জন, পাসের হার ৯৮%। নিন্দপুর এমকে আলমগীর স্কুল এন্ড কলেজ থেকে ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১৬২ জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন, পাসের হার ৯৬%। ১শ’ ৬২ জন জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে শীর্ষ স্থানে রয়েছে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ।

অপর দিকে আলিম পরীক্ষায় ৪শ’ ৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩শ’ ৮১ জন কৃতকার্য হয়। পাসের হার ৮৭%। তন্মধ্যে শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসা এবং আশ্রাফপুর গনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়