প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![মাহবুবুর রহমান শাহীনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা](/assets/news_photos/2023/02/09/image-29396.jpg)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নের কারামুক্তিতে চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ৭ ফেব্রুয়ারি রাতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সদ্য কারামুক্ত ও বারংবার কারানির্যাতিত নেতা সুলতান সালাহউদ্দিন টুকুসহ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা যুবদলের সিনিয়র সদস্য দেওয়ান মোঃ জুয়েল। এ সময় যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যুবদল নেতা শামীম হোসাইন চোকদার, মাইনুদ্দিন হোসেনসহ চাঁদপুর জেলা যুবদলের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।