বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

অভিভাবকদের সবচেয়ে বড় সম্পদ হলো একজন সুশিক্ষিত সন্তান
শামীম হাসান ॥

শিশুদের মনন বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে। শুধুমাত্র স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাই নয়, অন্য সময়ে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলার সুযোগ করে দিতে হবে। শিশু-কিশোররা কাঁচা মাটির মতো, এদের যেভাবে গড়ে তোলা হবে তারা ঠিক সেভাবেই গড়ে উঠবে। পরিবারের পারিপার্শ্বিক কোনো বিষয় বা যে কোনো সমস্যা শিশুদের যে প্রভাবিত করতে না পারে সেদিকে সু-দৃষ্টি রাখতে হবে। শিশুদের আবেগী মন যাতে বিপথে না চলে যায় সেজন্যে আমাদের প্রত্যেককে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। শিশুরা ভালো জায়গায় পৌঁছাতে লেখাপড়ার বিকল্প নেই। সঠিকভাবে গড়ে তোলার মধ্যে শিশুদের গড়ে তুলতে পারলে অভিভাবকদের সবচেয়ে বড় সম্পদ হয় একজন সুশিক্ষিত সন্তান। এই সকল ভালো কাজে বাচ্চাদের উৎসাহিত করতে হবে এবং নিজেদের অন্য কাজের পাশাপাশি অভিভাবকরা বাচ্চাদের সময় দিতে হবে। ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান।

এর আগে এদিন সকালে ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাসুম আলম তালুকদারের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুজাম্মেল হোসেনের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, নুরুন্নবী নোমান ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গত এক সপ্তাহে জুড়ে বিদ্যালয়টির শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত ১৫টিরও অধিক ইভেন্টে বিজয়ীদের পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক নারায়ণ রবি দাস, জাকির হোসেন সৈকত এবং অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাতেহা মিরাজ, সহকারী শিক্ষক পিয়াস চন্দ্র দাস, আবু নোমান, ওয়ালিউল্লাহ্, সুমাইয়া আক্তার, সুব্রা লোধ, জাকিয়া সুলতানা, হামিদা আক্তারসহ শিক্ষার্থীদের অভিভাবকগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়