প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ](/assets/news_photos/2023/02/07/image-29333.jpeg)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ বাবুরহাট শাখার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পৌর ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট মডেল টাউনে অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের হলরুমে সোমবার আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ জামশেদুর রহমানের সভাপতিত্বে নূতন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষসহ শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুর-এর অধ্যক্ষ নূর খান, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম মিয়া, ড্যাফোডিল ফ্যামিলির উপদেষ্টা ইঞ্জিনিয়র সালেহ সিদ্দিকী, ড্যাফোডিল ফ্যামিলির ডেপুটি ডিরেক্টর মোঃ জাফর ইকবাল খান ও ড্যাফোডিল ফ্যামিলির সিনিয়র এসিসটেন্ট ডিরেক্টর মোঃ রুবেল খান।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে উল্লেখযোগ্য। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে।