বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

প্রজাপতি মার্কার সাধারণ সম্পাদক প্রার্থী হারুন হাওলাদারের গণসংযোগ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০২৩-২০২৫ আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আর মাত্র ক’দিন বাকি। প্রতীক বরাদ্দের পর থেকে প্রজাপতি মার্কার সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ হারুন হাওলাদার ভোটারদের সাথে কুশল বিনিময় অব্যাহত রেখেছেন।

গতকাল সোমবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চৌধুরী ঘাট ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় ও ভোটারসহ সকলের কাছে দোয়া ও ভোট কামনা করেন। এ সময় সমর্থকদের কণ্ঠে প্রজাপতি মার্কার আওয়াজ শোনা যায়।

সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ হারুন হাওলাদার জানান, আমার নির্বাচনী মার্কা হচ্ছে প্রজাপতি। সমিতির গত নির্বাচনে প্রিয় ভোটারগণ আমাকে বিপুল ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেছেন। তাদের রায়ের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে তাদের পাশে ছিলাম এবং আমানত রক্ষা করেছি। ইনশাআল্লাহ আমি আশা করছি, এবারও ভোটাররা তাদের সেবা করার জন্য প্রজাপতি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার ১৭৩ জন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাঁদপুর পৌর পাঠাগারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়