প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীনের সাবেক সভাপতি আলহাজ মাওলানা এমএ মান্নান (রহঃ)-এর ১৭তম ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
৬ ফেব্রুয়ারি (সোমবার) ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা এম আমিনের সঞ্চালনায় ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবং আলোচনা করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার ফকিহ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন আল ক্বাদেরী, মাদ্রাসার ছানি মুহাদ্দিস মাওলানা নিজাম উদ্দিন নোমানী, সহকারী মৌলভী মাওলানা এ.বি.এম. আবদুল আজিজ নেছারী।
সভাপতির আলোচনায় ড. মাহবুব বলেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, স্বকীয়তা রক্ষা ও স্বতন্ত্র ব্যবস্থাপনার এক অকুতোভয় আন্দোলনের নাম মাওলানা এমএ মান্নান (রহঃ)। তিনি এ মাদ্রাসার ছাত্র ছিলেন, শিক্ষক ছিলেন, অধ্যক্ষ ছিলেন। পাশাপাশি জাতীয় পর্যায়ে খেদমতের জন্যে তিনি সফলভাবে মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলন। আমাদেরকে পিছিয়ে থাকলে হবে না। তোমাদের হাত দ্বারা তৈরি হবে ইসলামী বিপ্লব। তোমারাই আগামীর ভবিষ্যত। আল্লাহ সবাইকে কবুল করেন-আমিন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা ড. একেএম মাহবুবুর রহমান। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।