প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
চাঁদপুর রেলওয়ে বড়স্টেশনে ট্রেনের মালবাহী বগিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ১১২০ কেজি (২৮ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। ৫ ফেব্রুয়ারি রোববার রাতে কোস্টগার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ২টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর বড় স্টেশন সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রামগামী যাত্রীবাহী ট্রেন সাগরিকা এক্সপ্রেসের মালবাহী বগিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ১১২০ কেজি (২৮ মণ) জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।
তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় ১০টি এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।