প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![অ্যাডঃ আবদুল মতিন পাটওয়ারীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া](/assets/news_photos/2023/02/06/image-29294.jpg)
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আবদুল মতিন পাটওয়ারীর ১৪তম মৃত্যুবাষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। ৫ ফেব্রুয়ারি রোববার বাদ জোহর চাঁদপুর জেলা আইনজীবী সমিতির মসজিদে মরহুমের পরিবারের পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়। মরহুমের ছেলে সমিতির সদস্য অ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম পাটওয়ারীসহ সমিতির বিজ্ঞ আইনজীবীগণ মিলাদ ও দোয়াতে অংশ নেন।
উল্লেখ্য, মরহুম অ্যাডঃ আবদুল মতিন পাটওয়ারী ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি রাত ১২টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চাঁদপুর শহরের মুন্সেফপাড়াস্থ তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে সহ নাতি-নাতনি ও আত্মীয় স্বজন রেখে যান।